Type Here to Get Search Results !

ANM GNM Nursing Questions and Answers in Bengali Part 04

0
ANM GNM Nursing Questions and Answers in Bengali Part 04
সুপ্রিয় বন্ধুগন,
আজকে আপনাদের সাথে শেয়ার করছি ANM GNM Nursing Questions and Answers in Bengali Part 04; যেখানে Nursing Entrance এর সিলেবাস ভিত্তিক ২০ টি প্রশ্ন ও উত্তর পাবে । এই প্রশ্ন ও উত্তর গুলি আগত নার্সিং এন্ট্রান্স পরিক্ষার জন্য ভীষণ উপযোগী । তাই আর সময় না বাড়িয়ে চলো আজকের ANM GNM Special Questions Answer 03 সেট টির প্রশ্নও উত্তর গুলি দেখে নেওয়া যাক । 

ANM GNM Nursing Questions and Answers in Bengali Part 04
 
01. আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত ?
a) 100 %
b) 75 %
c) 50 %
d) 60 %


02. কোন আকাশে শিশির উৎপন্ন হয় না ?
a) রোদ আকাশে
b) অল্প মেঘাচ্ছন্ন আকাশে
c) বেশী মেঘাচ্ছন্ন আকাশে
d) মেঘমুক্ত আকাশে


03. আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোনটি হল 80° তাহলে আপাতন কোনটি হল?
a) 60°
b) 80°
c) 40°
d) 90°


04. কোন রশ্মির বেগ আলোর বেগের সমান হয় ?
a) বোসন রশ্মি
b) গামা রশ্মি
c) বিটা রশ্মি
d) আল্ফা রশ্মি


05. পৃথিবীর চারধারে বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কি হত ?
a) নীল
b) লাল
c) আকাশী
d) কালো


06. _____ হল আধুনিক পর্যায়বৃত্ত তালিকার/পর্যায় সারণীর প্রথম ধাতুকল্প?
a) Ge
b) As
c) B
d) Si


07. তাপশক্তি তৈরি হতে থাকে ______ প্রক্রিয়ায়
a) সঞ্চালন
b) নিষ্কাশিত
c) পাঁচন
d) শ্বসন প্রক্রিয়া


08. _____ এর ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম?
a) নাইট্রোজেন
b) পারদ
c) অক্সিজেন
d) বোরন


09. 80N বল 20kg ভরবিশিষ্ট বস্তুর ওপর ক্রিয়া করে যে ত্বরণ উৎপন্ন হয়, তার মান কত ?
a) 4ms2
b) 6ms3
c) 8ms2
d) 10ms2


10. একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে থাকে?
a) একটি X ক্রোমোজোম
b) একটি Y ক্রোমোজোম
c) XY ক্রোমোজোম
d) XX ক্রোমোজোম


11. নিয়মিত প্রতিফলন নিম্নের কোন প্রতিফলনের ক্ষেত্রে ঘটে ?
a) সিনেমার পর্দা
b) দর্পণ
c) ঘরের পর্দা
d) জোমা


12. জলের বাষ্পীভবনের লীনতাপ কত ?
a) 80 ক্যালরি/গ্রাম
b) 100 ক্যালরি গ্রাম
c) 537 ক্যালরি গ্রাম
d) 586 ক্যালরি গ্রাম


13. _____ হল অ্যাস্কারিসের সাধারণ নাম?
a) পিনওয়ার্ম
b) কেঁচো
c) গোলকৃমি
d) ফিতাকৃমি


14. নিচের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু?
a) রুপা
b) তামা
c) এলুমিনিয়াম
d) সোনা


15. কোন প্রাণীর রক্ত নীলাভ ?
a) মাকড়সা
b) কৈ মাছ
c) ব্যাঙ
d) চিংড়ি


16. রক্তকণিকার অভাবে কি রোগ সৃষ্টি হয় ?
a) রক্তাল্পতা
b) বহুমূত্র
c) বেরিবেরি
d) রাতকানা


17. সৌর প্যানেলে কোন ধাতু ব্যবহৃত হয়?
a) রুপা
b) তামা
c) সোনা
d) সিলিকন


18. কাকে দেহের রাসায়নিক কারখানা বলা হয় ?
a) কোষ
b) কোনটিই নয়
c) সাইটোপ্লাজম
d) প্লোটোপ্লাজম


19. যে সমস্ত রাশি প্রকাশের জন্য মান এবং অভিমুখ উভয় প্রয়ােজন হয় ?
a) ভেক্টর রাশি
b) ভৌতরাশি
c) স্কেলার রাশি
d) প্রাকৃতিক রাশি


20. ম্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে কী মাপা হয় ?
a) ওজন
b) ভার
c) ভর এবং ভার
d) কোনটাই নয়



Also Read....

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad

Show ad in Posts/Pages

WhatsApp Logo Join WhatsApp Telegram Logo Join Telegram