জেনারেল নলেজ প্রশ্ন উত্তর পর্ব 07 | General knowledge QA 2024
![]() |
জেনারেল নলেজ প্রশ্ন উত্তর পর্ব 07 | General knowledge QA 2024 |
আজকে
আপনাদের সাথে শেয়ার করছি জেনারেল নলেজ প্রশ্ন উত্তর পর্ব 07 | General knowledge QA 2024, যেটিতে
গুরুত্বপূর্ণ ২০টি সাধারণ জ্ঞান প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো আগত
সমস্ত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগী। অতএব আর সময় না বাড়িয়ে এখনি নীচের
প্রশ্নও উত্তর গুলো দেখে নাও । নীচের প্রশ্নের উত্তর গুলো দেখার জন্য Show
Answer এ ক্লিক করে দেখে নাও।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2023
01. গুজরাটের উল্ল্যেখযোগ্য শিল্প কোনটি ?ⓐ দুগ্ধ
ⓑ মৎস্য
ⓒ বিদ্যুৎ
ⓓ লৌহ-ইস্পাত শিল্প
সঠিক উত্তরঃ দুগ্ধ
02. কোনটি পশ্চিমবাহিনী নদী ?
ⓐ কাবেরী
ⓑ নর্মদা
ⓒ গোদাবরী
ⓓ যমুনা
সঠিক উত্তরঃ নর্মদা
03. কৌটিল্যের অর্থশাস্ত্রে নীচের কোন ফলটির কোনও উল্লেখ নেই ?
ⓐ কলা
ⓑ আম
ⓒ পেয়ারা
ⓓ আঙুর
সঠিক উত্তরঃ পেয়ারা
04. "তুঘলকনামা" কে লিখেছিলেন ?
ⓐ ফিরোজ শা তুঘলক
ⓑ আবুল ফজল
ⓒ ইবন বতুতা
ⓓ আমীর খসরু
সঠিক উত্তরঃ আমীর খসরু
05. কার্ভাস চাষের জন্য কি ধরনের মৃত্তিকা জরুরী ?
ⓐ পলি
ⓑ লোহিত
ⓒ ভাবর
ⓓ কৃষ্ণমৃত্তিকা
সঠিক উত্তরঃ ভাবর
06. কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত ?
ⓐ পূর্ব মেদিনীপুর
ⓑ পশ্চিম মেদিনীপুর
ⓒ হুগলী
ⓓ হাওড়া
সঠিক উত্তরঃ পূর্ব মেদিনীপুর
07. কালিদাসের রচনায় কোনও এক দেব বা দেবীর আরাধনার প্রতি বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায়। কে তিনি ?
ⓐ সরস্বতী
ⓑ শিব
ⓒ বিষ্ণু
ⓓ দুর্গা
সঠিক উত্তরঃ দুর্গা
08. কার নির্দেশ অনুযায়ী উপনিষদকে ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছিল ?
ⓐ আকবর
ⓑ দারাশিকো
ⓒ জাহাঙ্গীর
ⓓ আবুল ফজল
সঠিক উত্তরঃ দারাশিকো
09. ওজোন গ্যাস বায়ুমন্ডলের কোন স্তরে থাকে ?
ⓐ ট্রপোস্ফিয়ার
ⓑ আয়োনোস্ফিয়ার
ⓒ স্ট্রাটোস্ফিয়ার
ⓓ মেসোস্ফিয়ার
সঠিক উত্তরঃ স্ট্রাটোস্ফিয়ার
10. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি ?
ⓐ আনাইমুদি
ⓑ দোদাবেতা
ⓒ গুরুশিখর
ⓓ মহেন্দ্রগিরি
সঠিক উত্তরঃ মহেন্দ্রগিরি
11. নীচের কে অভিধান রচনার জন্য সুপরিচিত ?
ⓐ পানিনি
ⓑ অমরসিংহ
ⓒ বানভট্ট
ⓓ অশ্বঘোষ
সঠিক উত্তরঃ অমরসিংহ
12. কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় কত ?
ⓐ 1536 কিমি
ⓑ 1530 কিমি
ⓒ 1540 কিমি
ⓓ 1500 কিমি
সঠিক উত্তরঃ 1536 কিমি
13. গুপ্তযুগে রচিত নাটকে নারী ও শুদ্রেরা কি ভাষায় কথা বলত ?
ⓐ পালি
ⓑ সংস্কৃত
ⓒ প্রাকৃত
ⓓ সুরসেনী
সঠিক উত্তরঃ প্রাকৃত
14. কোন স্তরে মেরুজ্যোতির সৃষ্টি হয় ?
ⓐ ট্রপোস্ফিয়ার
ⓑ স্ট্রাটোস্ফিয়ার
ⓒ মেসোস্ফিয়ার
ⓓ আয়নোস্ফিয়ার
সঠিক উত্তরঃ আয়নোস্ফিয়ার
15. ভারতের কোন রাজ্যে শীতকালে বৃষ্টিপাত হয় ?
ⓐ কেরলে
ⓑ তামিলনাড়ুতে
ⓒ কর্ণাটকে
ⓓ অন্ধ্রপ্রদেশে
সঠিক উত্তরঃ তামিলনাড়ুতে
16. কবি হরিষেণ কোন রাজার সভাসদ ছিলেন ?
ⓐ লক্ষ্মণ সেন
ⓑ বল্লাল সেন
ⓒ চন্দ্রগুপ্ত
ⓓ সমুদ্রগুপ্ত
সঠিক উত্তরঃ সমুদ্রগুপ্ত
17. "রুপিয়া" মুদ্রা প্রথম কে প্রবর্তন করেন ?
ⓐ আকবর
ⓑ শেরশাহ
ⓒ জাহাঙ্গীর
ⓓ মোহম্মদ বিন তুঘলক
সঠিক উত্তরঃ আকবর
18. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য কত ?
ⓐ 33 কিমি
ⓑ 43 কিমি
ⓒ 53 কিমি
ⓓ 40 কিমি
সঠিক উত্তরঃ 43 কিমি
19. অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
ⓐ পাঞ্চেৎ
ⓑ শুশুনিয়া
ⓒ গোর্গাবুরু
ⓓ মামা-ভাগ্নে
সঠিক উত্তরঃ গোর্গাবুরু
20. হুণেরা কার সময় ভারত আক্রমণ করেছিল ?
ⓐ নন্দবংশ
ⓑ গুপ্তবংশ
ⓒ মৌর্যবংশ
ⓓ কুষাণ বংশ
সঠিক উত্তরঃ গুপ্তবংশ
21. নীচের মোগল সম্রাটদের মধ্যে কার সাম্রাজ্য সর্বাপেক্ষা বিস্তৃত ছিল ?
ⓐ আকবর
ⓑ হুমায়ুন
ⓒ জাহাঙ্গীর
ⓓ ঔরঙ্গজেব
সঠিক উত্তরঃ ঔরঙ্গজেব
22. ভারতের কোন উপজাতির মানুষ সংখ্যায় সর্বাধিক ?
ⓐ সাঁওতাল
ⓑ ভিল
ⓒ মুণ্ডা
ⓓ গোণ্ড
সঠিক উত্তরঃ সাঁওতাল
23. নেপানগর কি উৎপাদনের জন্য বিখ্যাত ?
ⓐ অভ্র
ⓑ লাক্ষা
ⓒ নিউজপ্রিন্ট
ⓓ কনট্যক্ট লেন্স
সঠিক উত্তরঃ নিউজপ্রিন্ট
24. রাষ্ট্রের তহবিল থেকে হজ তীর্থযাত্রার ব্যবস্থা ভারতের কোন সম্রাট প্রথম করেন ?
ⓐ বাবর
ⓑ আকবর
ⓒ ফিরোজ তুঘলক
ⓓ আলাউদ্দিন খিলজী
সঠিক উত্তরঃ আকবর
25. কোন মুসলিম সম্রাট রানী পদ্মিনীর সৌন্দর্যে আকৃষ্ট হয়েছিলেন ?
ⓐ আলাউদ্দিন খিলজী
ⓑ হুমায়ুন
ⓒ আকবর
ⓓ বাবর
সঠিক উত্তরঃ আলাউদ্দিন খিলজী
Also Read....