Type Here to Get Search Results !

জেনারেল নলেজ প্রশ্ন উত্তর পর্ব 08 | General knowledge QA 2024

0
জেনারেল নলেজ প্রশ্ন উত্তর পর্ব 08 | General knowledge QA 2024
জেনারেল নলেজ প্রশ্ন উত্তর পর্ব 08 | General knowledge QA 2024
 সুপ্রিয় বন্ধুগন,
আজকে আপনাদের সাথে শেয়ার করছি জেনারেল নলেজ প্রশ্ন উত্তর পর্ব 08 | General knowledge QA 2024, যেটিতে গুরুত্বপূর্ণ ২০টি সাধারণ জ্ঞান প্রশ্নও উত্তর দেওয়া আছে । যেগুলো আগত সমস্ত চাকরির পরিক্ষার জন্য খুবই উপযোগী। অতএব আর সময় না বাড়িয়ে এখনি নীচের প্রশ্নও উত্তর গুলো দেখে নাও । নীচের প্রশ্নের উত্তর গুলো দেখার জন্য Show Answer এ ক্লিক করে দেখে নাও।

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2023   
01. মৌর্যদের পরে মধ্যভারত ও দাক্ষিণাত্যে সবচেয়ে উল্লেখযোগ্য রাজত্ব নীচের কোন বংশ করেছিল ?
ⓐ রাষ্ট্রকূট
ⓑ পল্লব
ⓒ সাতবাহন
ⓓ চোল
সঠিক উত্তরঃ সাতবাহন

02. ইউরোপীয় চিত্রকলাকে কোন মোগল সম্রাটের রাজসভায় স্বাগত জানানো হয় ?
ⓐ জাহাঙ্গীর
ⓑ আকবর
ⓒ শাজাহান
ⓓ হুমায়ুন
সঠিক উত্তরঃ জাহাঙ্গীর

03. ভারতের মোট উৎপন্ন বিদ্যুৎশক্তির বেশীর ভাগ কোন উৎস থেকে পাওয়া যায় ?
ⓐ পারমাণবিক শক্তিকেন্দ্র
ⓑ তাপবিদ্যুৎ
ⓒ জলবিদ্যুৎ
ⓓ সৌরশক্তি
সঠিক উত্তরঃ তাপবিদ্যুৎ

04. পশ্চিমবঙ্গের কোন জেলায় জনবসতির ঘনত্ব সবচেয়ে কম ?
ⓐ প: মেদিনীপুর
ⓑ বীরভূম
ⓒ পুরুলিয়া
ⓓ দার্জিলিং
সঠিক উত্তরঃ পুরুলিয়া

05. ভারতীয় মুদ্রায় প্রকাশিত অশোকস্তম্ভের আবিষ্কার কোথা থেকে এসেছে ?
ⓐ সাঁচী
ⓑ দিল্লি
ⓒ বুদ্ধগয়া
ⓓ সারনাথ
সঠিক উত্তরঃ সারনাথ  

06. "ফলাফলহীন বিজয়" বলে কোনটিকে বর্ণনা করা হয় ?
ⓐ আরবদের সিন্ধু বিজয়
ⓑ মুসলমানদের বাংলা বিজয়
ⓒ মোগলদের গুজরাট বিজয়
ⓓ মোগলদের বিজাপুর বিজয়
সঠিক উত্তরঃ আরবদের সিন্ধু বিজয়

07. 'পৃথিবীর নির্জনতম দ্বীপ' নীচের কোনটিকে বলা হয় ?
ⓐ সিসিলি
ⓑ আইল্যান্ড
ⓒ ট্রিস্টান ডাকুনা
ⓓ কোত দ্যা আইভরি
সঠিক উত্তরঃ ট্রিস্টান ডাকুনা

08. 'প্রাচ্যের মুক্তো' কাকে বলা হয় ?
ⓐ সিঙ্গাপুর
ⓑ ম্যানিলা
ⓒ টোকিও
ⓓ হংকং
সঠিক উত্তরঃ হংকং

09. কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ "অমুক্তমাল্যদা" কি ভাষায় রচনা করেন ?
ⓐ তামিল
ⓑ কন্নড়
ⓒ মালয়ালম
ⓓ সংস্কৃত
সঠিক উত্তরঃ কন্নড়

10. বৌদ্ধ সাহিত্যে জীবক নামের উল্লেখ রয়েছে। তিনি কে ছিলেন ?
ⓐ রাজা
ⓑ বণিক
ⓒ বোধিসত্ত্ব
ⓓ চিকিৎসক
সঠিক উত্তরঃ চিকিৎসক

11. উত্তরের ভেনিস কোন শহরকে বলা হয় ?
ⓐ স্টকহোম
ⓑ আমস্টারডাম
ⓒ অটোয়া
ⓓ কোপেনহেগেন
সঠিক উত্তরঃ স্টকহোম

12. নীচের কোনটি 'গার্ডেন অফ ইংল্যান্ড' নামে পরিচিত ?
ⓐ ম্যাঞ্চেস্টার
ⓑ কেন্ট
ⓒ ব্রিস্টল
ⓓ বার্মিংহাম
সঠিক উত্তরঃ কেন্ট 
 

13. আকবরের আমলে "জাবত্" ভূমি রাজস্ব প্রথা কে প্রবর্তন করেন ?
ⓐ রাজা বিহারীমল
ⓑ রাজা ভগবানদাস
ⓒ রাজা মানসিংহ
ⓓ রাজা টোডরমল
সঠিক উত্তরঃ রাজা টোডরমল

14. "রেহালা" কে লিখেছিলেন ?
ⓐ ইবন বতুতা
ⓑ আল বিরুণী
ⓒ আবুল ফজল
ⓓ বীরবল
সঠিক উত্তরঃ ইবন বতুতা

15. উইন্ডি সিটি নামে কোন শহর পরিচিত ?
ⓐ হনুলুলু
ⓑ সাংহাই
ⓒ চিকাগো
ⓓ লস্ অ্যাঞ্জেলস্
সঠিক উত্তরঃ চিকাগো

16. মিজোরামের রাজধানী নীচের কোনটি ?
ⓐ কোহিমা
ⓑ আইজল
ⓒ ইম্ফল
ⓓ মৌসিনরাম
সঠিক উত্তরঃ আইজল

17. ভারতের চার কোণে চারটি মঠ কে প্রতিষ্ঠা করেন ?
ⓐ শংকরাচার্য
ⓑ মাধবাচার্য
ⓒ ভাস্করাচার্য
ⓓ রামানুজাচার্য
সঠিক উত্তরঃ শংকরাচার্য

18. নীচের কোনটির মধ্যে বৌদ্ধ ধর্মতত্ত্ব বর্ণিত আছে ?
ⓐ জাতক
ⓑ শতপথ
ⓒ উপনিষদ
ⓓ ধম্মপদ
সঠিক উত্তরঃ ধম্মপদ

19. সবরমতী নদীর উৎস কোথায় ?
ⓐ নীলগিরি পর্বত
ⓑ বিন্ধ্য পর্বত
ⓒ আরাবল্লী পর্বত
ⓓ সাতপুরা পর্বত
সঠিক উত্তরঃ আরাবল্লী পর্বত

20. মেঘালয়ে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
ⓐ মানপুর
ⓑ নকরেক
ⓒ শিলং
ⓓ সারামাটি
সঠিক উত্তরঃ নকরেক  

21. মগধের কোন রাজা বুদ্ধদেবের সমসাময়িক ছিলেন ?
ⓐ অজাতশত্রু
ⓑ চন্দ্রগুপ্ত মৌর্য
ⓒ ধননন্দ
ⓓ বিম্বিসার
সঠিক উত্তরঃ বিম্বিসার

22. সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন ?
ⓐ রাষ্ট্রকুট
ⓑ প্রতিহার
ⓒ পাল
ⓓ সেন
সঠিক উত্তরঃ পাল

23. নীচের কোনটি তৈলশোধনাগার নয় ?
ⓐ তেজপুর
ⓑ পানিপথ
ⓒ বঙ্গাইগাঁও
ⓓ মথুরা
সঠিক উত্তরঃ তেজপুর

24. কোন নদীর ওপর নির্মিত বাঁধের নাম নাগার্জুন সাগর ?
ⓐ নর্মদা
ⓑ কৃষ্ণা
ⓒ তুঙ্গভদ্রা
ⓓ কাবেরী
সঠিক উত্তরঃ কৃষ্ণা

25. কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। তার বিশাল রাজ্যে নীচের কোন স্থানটি দ্বিতীয় রাজধানীর মত গুরুত্ব পেয়েছিল ?
ⓐ সাঁচী
ⓑ বারাণসী
ⓒ মথুরা
ⓓ তক্ষশীলা
সঠিক উত্তরঃ মথুরা

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad

Show ad in Posts/Pages

WhatsApp Logo Join WhatsApp Telegram Logo Join Telegram